বিএন‌পি নি‌জেরাই তাদের কার্যাল‌য়ে তালা ঝু‌লি‌য়ে রে‌খে‌ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:  ২৮ অক্টোবরের কর্মসূ‌চির পর থে‌কে বিএনপি কার্যাল‌য়ে তালা ঝু‌লছে। কার্যালয়টি ঘি‌রে রেখেছে পু‌লিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএন‌পির কার্যাল‌য়ে তারা নি‌জেরাই তালা ঝু‌লি‌য়ে রে‌খে‌ছে। সেখা‌নে সারা বছর পু‌লি‌শ নিরাপত্তায় নি‌য়ো‌জিত থা‌কে। আমরা তারই ধারাবা‌হিকতায় সেখা‌নে পুলি‌শের পাহারা রে‌খে‌ছি।

 

মঙ্গলবার সকা‌লে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন। বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধে নাশকতা-অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে তিনি ওই হাসপাতালে যান।

 

তিনি বলেন, বিএন‌পি চাই‌লে তা‌দের কার্যাল‌য়ে সব ধরনের কার্যক্রম চালা‌তে পারবে। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নেই।