নিজস্ব প্রতিবেদক : দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফখরুল বলেন, সরকার তার পুলিশ বাহিনী দিয়ে যত হামলাই করুক না কেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসম্মেলন নয়াপল্টনে বিএনপি অফিসের সামনেই হবে। আমাদের এ সমাবেশ হবে শান্তিপূর্ণ।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিএনপির নিরীহ নেতাকর্মীদের ওপর পুলিশের এই গুলি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদের প্রায় ৩০-৪০ জন কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন। এদের মধ্যে মকবুল নামের একজন ঢাকা মেডিক্যালে মারা গেছেন। ৭-৮ জনের অবস্থা সংকটাপন্ন।
তিনি আরও বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়াও শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে বলেও জানান ফখরুল।