প্রতিনিধি, লালমনিরহাট: বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা জজ কোর্টের আইনজীবী রকিবুল হাসান খান বাদী হয়ে জেলা সদর থানায় এ অভিযোগ করেন। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি উমর ফারুক বলেন, একটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগটির প্রসিডিউর লাগবে, তারপর কাজ শুরু করা হবে।