বিএফএসএ এবং ল্যান্ড ও’লেক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে গত সোমবার ল্যান্ড ও’লেক ভেনসার ৩৭-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ সমঝোতা স্মারক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন কর্তৃপক্ষের চেয়ারম্যাব মো. আব্দুল কাইউম সরকার এবং লেন্ড ও’লেক ভেনসার ৩৭-এর পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মাইকেল জে. বার। প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল কাইউম সরকার বলেন, এ সমঝোতা স্মারক নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি