আয়ুর্বেদীয় ফার্মেসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান রাকীব মোহাম্মদ ফাখরুল বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন কাসেম ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম। সম্প্রতি চেম্বারের ১৮তম বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ মেয়াদের জন্য তাদের নির্বাচিত করা হয়।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ ও রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি