Print Date & Time : 11 September 2025 Thursday 8:17 pm

বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণ নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পগ্রুপ স্মার্ট গ্রুপের মালিকানাধীন বিএম কনটেইনার ডিপোতে আগুনের সঙ্গে রাসায়নিক পদার্থের সংস্পর্শে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন নিহতের সংখ্যা নিয়ে দুবার দুই ধরনের সংখ্যা প্রকাশ করেছে। এমনকি জেলা সিভিল সার্জন ভিন্ন সংখ্যা প্রকাশ করেন। এ নিয়ে ঘটনা সংশ্লিষ্টদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। 

এ ঘটনায় গত রোববার সন্ধ্যায় প্রথমে চট্টগ্রাম জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করে জানায়, নিহতের সংখ্যা ৪৫। একই দিন রাতে সিভিল সার্জন বলেন, নিহত হয়েছেন মোট ৪৯ জন। আবার গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল শামীম আহসান ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত মরদেহ পাওয়া গেছে ৪১ জনের। তাই নিহতের সংখ্যা ৪১। একই সময়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন হাসপাতালে গণমাধ্যমকে বলেন, নিহত মানুষের সংখ্যা ৪১।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রথমবার গণনায় ভুল ছিল। পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে নিহত মানুষের সংখ্যা ৪১ নির্ধারণ করা হয়েছে।