Print Date & Time : 8 July 2025 Tuesday 12:22 am

বিএসআরএম স্টিলসের ইপিএস তিন টাকা ৬৭ পয়সা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো কোম্পানিটি। ২০১৬ সালের জুলাই-ডিসেম্বর মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস)  তিন টাকা ৬৭ পয়সা যা ২০১৫ সালের একই সময়ে ছিল তিন টাকা পাঁচ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সর্বশেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় এক টাকা ৪৬ পয়সা যা তার পূর্বের বছরে একই সময়ে ছিল এক টাকা ৩৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ৩৪ টাকা ৪০ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।