Print Date & Time : 5 September 2025 Friday 12:11 am

বিএসইসিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা প্রধান অতিথি ও মূল আলোচক ছিলেন। আলোচনা সভায় বিএসইসির পরিচালক বাণিজ্যিক মো. মহিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। বিএসইসির পরিচালক মো. মনিরুল ইসলাম, বিএসইসির সচিব এ কে এম আনোয়ার মোর্শেদ এবং ঊধ্বর্তন কর্মকর্তারা সভায় অংশ নেন। বিএসইসির আওতাধীন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ন্যাশনাল টিউবসের এমডি এম জিয়াউল হক, ঢাকা স্টিল ওয়াকর্স লিমিটেডের ইনচার্জ মো. আব্দুল মান্নান সভায় সরাসরি এবং অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জুম মাধ্যমে যুক্ত হন। বিজ্ঞপ্তি