শেয়ার বিজ ডেস্ক: কমিশনের একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে আজ বুধবার (৫ মার্চ) সকাল থেকে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর আজ বুধবার (৫ মার্চ) সকাল থেকে কমিশনের কর্মকর্তারা আন্দোলন শুরু করেন।
এ সময় কমিশনের চেয়্যারম্যান ও কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে তাদেরকে বিএসইসি ভবনের চতুর্থ তলায় অবরুদ্ধ করে রাখা হয়।
পরবর্তীতে কমিশনের পুরো ভবন অবরুদ্ধ করা হয়। এই মুহূর্তে কমিশন ভবনের ভেতরে কাউকে ঢুকতে এবং ভবন থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
এর আগে, গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এক আদেশে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর প্রতিবাদে আজ সংস্থাটির কর্মীদের তোপের মুখে পড়লেন শীর্ষ কর্মকর্তারা।
এদিকে, বেলা ২টার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি কমিশন ভবনের সামনে আসে। পরবর্তীতে তারা কমিশনের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
আন্দোলনরত কমিশনের কর্মকর্তারা ভবনের বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ সচল করেন।