পুঁজিবাজারের স্থিতিশীলতার বিষয়ে সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আইসিবির পরিচালনা বোর্ড রুমে বিএসইসি ও আইসিবির মধ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ও অতিরিক্ত পরিচালক দেলোয়ার হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
