দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে সহসভাপতি মো. মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান, সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক সভাপতি একেএম দেলোয়ার হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 7 September 2025 Sunday 4:20 am
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
করপোরেট কর্নার ♦ প্রকাশ: