Print Date & Time : 3 August 2025 Sunday 11:30 pm

বিএসএমএমইউ’র নার্সিং অনুষদে প্রাইম ব্যাংকের সহায়তা

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কাছে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে সহায়তা প্রদানে ত্রিপক্ষীয় চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান, নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা.  একেএম শরীফুল ইসলাম এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডা. ইকবাল আনোয়ার ও জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।