Print Date & Time : 29 August 2025 Friday 10:32 pm

বিএসটিআইর সাবেক মহাপরিচালক আজিজুর রহমান আর নেই

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সাবেক মহাপরিচালক ড. আজিজুর রহমান শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ড. আজিজুর রহমান সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর বড় ভাই। তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে পাটের পাল্পের আবিষ্কারক ড. আজিজ কর্ণফুলী পেপার মিলসহ কয়েকটি মিলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মরহুম আজিজ বিসিএসআইআর গবেষণা কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে জানাজা অনুষ্ঠানের পরে  তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি