Print Date & Time : 15 September 2025 Monday 3:42 pm

বিওজের নতুন গভর্নর উয়েদা কাযুও

শেয়ার বিজ ডেস্ক: ব্যাংক অব জাপানের (বিওজে) নতুন গভর্নর হয়েছেন উয়েদা কাযুও। খবর: এনএইচকে।

জাপানের গণমাধ্যম এইএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকে একজন নতুন গভর্নর পেয়েছে জাপান।

জাপানে সাধারণত ব্যাংকের সব গভর্নর এবং ডেপুটি গভর্নররা পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করে থাকেন। কুরোদার বেলায় এর ব্যতিক্রম ঘটে।

গতকাল রোববার ৭১ বছর বয়সী অর্থনীতির অধ্যাপক উয়েদা কাযুও গত শনিবার মেয়াদ শেষ হওয়া কুরোদা হারুহিকোর স্থলাভিষিক্ত হন।

নতুন গভর্নর উয়েদা বিওজের নীতিনির্ধারণী বোর্ডের একজন সাবেক সদস্য। তিনি সরাসরি শিক্ষা খাত থেকে গভর্নর নিযুক্ত হলেন। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিক্ষাঙ্গন থেকে আসা প্রথম গভর্নর তিনি।

সংসদের শুনানিতে এর আগে দেয়া বক্তব্যে উয়েদা জানান, জাপানের অর্থনীতিকে আরও মজবুত করার জন্য বিওজের মুদ্রা সহজীকরণ নীতি অব্যাহত রাখা হবে। একই সঙ্গে মূল্যস্ফীতির হার ২ শতাংশের মধ্যে রাখা হবে। এ স্থিতিশীলতার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেতন বা মজুরি বৃদ্ধিকে উৎসাহিত করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত মাসে জাতীয় বার্ষিক মজুরিসংক্রান্ত আলোচনায় রেকর্ড উচ্চ মূল্যাস্ফীতি থেকে মুক্তি দিতে অনেক বড় জাপানি কোম্পানি তাদের শ্রমিক ইউনিয়নগুলোকে মজুরি বৃদ্ধির প্রস্তাব দেয়।

এ ধরনের উচ্চ মজুরি ঠিক কতটা টেকসই হবে এবং এ বৃদ্ধির সুফল শেষ পর্যন্ত দেশের কর্মশক্তির ৭০ শতাংশের প্রতিনিধিত্বকারী ছোট ও মাঝারি আকারের কোম্পানিগুলো পাবে কি না, তা প্রত্যক্ষ করার জন্য কর্মক্ষেত্রের দিকে নজর রাখবেন উয়েদাসহ অন্য নতুন বিওজে নেতারা।

তবে অন্যরা বিওজের

অতি-সহজীকৃত মুদ্রানীতির কারণে সৃষ্ট বর্তমানের দুর্বল বাজারকে দেশ কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এদিকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সহজীকরণ থেকে সংকোচনের দিকে হাঁটলে আর্থিক বাজারে বিভ্রান্তি ঘটা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা বিরাজ করছে।