Print Date & Time : 28 August 2025 Thursday 2:43 am

বিকল্প জ্বালানি হিসেবে ইথানল ব্যবহারের ঘোষণা চীনের

 

শেয়ার বিজ ডেস্ক: পরিবেশ দূষণ রোধ ও জৈব-জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২০ সালের মধ্যে দেশব্যাপী বিকল্প জ্বালানি হিসেবে জৈব-ইথানল গ্যাসোলিন ব্যবহারের ঘোষণা দিয়েছে চীন। বুধবার দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) ও ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন (এনইএ) দেশটির ১১টি প্রদেশের গাড়িতে এ বিকল্প জ্বালানি ব্যবহারের পরিকল্পনার ঘোষণা দেয়। খবর সিনহুয়া।

পরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে এনইএ’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জৈব-জ্বালানি হবে পরিবেশবান্ধব রিনিউঅ্যাবল এনার্জি।

দেশটির সাবলাইন চায়না ইনফরমেশনের বিশ্লেষক মাইকেল মাও বলেন, ‘সংবাদটি চীনের ইন্ডাস্ট্রিতে বড় ধরনের আত্মবিশ্বাসের জš§  দেবে। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ইথানল ব্যবহার ব্যয়বহুল হবে।’

ইথানলÑযার অপর নাম ইথাইল অ্যালকোহল। এটি একটি দাহ্য তরল রাসায়নিক পদার্থ। খনিজ জ্বালানি যেমনÑকেরোসিন, পেট্রল, ডিজেল প্রভৃতির মতো ইথানলকে পোড়ালে তাপ উৎপন্ন হয়। তাহলে খনিজ জ্বালানির মতো ইথানলকে তাপইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে কল-কারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। এটি ‘ই-১০’ নামেও পরিচিতি। যেখানে গ্যাসোলিনের সঙ্গে ১০ শতাংশ ইথালন যোগ করা হয়। যার ফলে ব্যবহƒত যন্ত্র বা গাড়ি থেকে কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড কম নির্গমন হবে। কালো ধোঁয়া বের হবে কম। ফলে পরিবেশ দূষণ কিছুটা কমবে।

প্রতিবছর বিশ্বের ৬০টির বেশি দেশে ৬০০ মিলিয় টন ইথালন ফুয়েল উৎপাদন হয়। যার ৬০ শতাংশ গ্যাসোলিনে ব্যবহার করা হচ্ছে। আর চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম জৈব-ইথানল উৎপাদনকারী দেশ। যেখানে বছরে দুই দশমিক ছয় মিলিয়ন টন উৎপাদন করা হয়। বার্ষিক যে গ্যাসোলিন ব্যবহার করে, তার এক-পঞ্চমাংশ ইথানল মিশ্রিত থাকে। যেখান থেকে ২০২০ সালের মধ্যে বছরে ৫০ হাজার টন ইথানল উৎপাদন করা সম্ভব।

২০০৪ সালে চীন কয়লা থেকে ইথানল উৎপাদন কর্মসূচি গ্রহণ করে। কিন্তু তিন বছর পর ২০০৭ সালে খাদ্য নিরাপত্তা ইস্যুতে বন্ধ করে দেয়। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছর ১২০ মিলিয়ন টন গ্যাসোলিন ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রাজিল, উত্তর আমেরিকাসহ উন্নত দেশগুলোয় ইথানলকে পেট্রোলিয়ামের (খনিজ জ্বালানি) সঙ্গে মিশ্রিত করে তাপইঞ্জিনে ব্যবহার করা হয়। আমেরিকার মোটামুটি সব গাড়ি পেট্রলের সঙ্গে শতকরা ১০ ভাগ ইথানল মিশ্রিত করে ব্যবহার করে রাস্তায় চলছে। ব্রাজিলের সরকার খনিজ জ্বালানির সঙ্গে ২৫ ভাগ ইথানল মিশ্রিত করে ব্যবহার করে রাস্তায় চলাচল করছে।