বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করেছে শরিয়াহ্ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ সেবার আওতায় সমগ্র বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইউএসএ ও ইউকেতে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউস যথাক্রমে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস (ইউএসএ) ও স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেডসহ স্ট্যান্ডার্ড ব্যাংকের সঙ্গে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণে চুক্তিবদ্ধ যে কোনো ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বাংলাদেশে তাদের সুবিধাভোগীদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। সম্প্রতি ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এ সেবার উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 5 September 2025 Friday 1:06 pm
বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: