Print Date & Time : 27 July 2025 Sunday 4:17 pm

বিকাশে টাকা স্থানান্তর করতে পারবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অ্যালটিচুডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশে টাকা স্থানান্তর করতে পারবেন। সম্প্রতি প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার সুবিধা শুরু হয়েছে।

প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন বিভিন্ন অলটারনেট ব্যাংকিং চ্যানেল যেমন ইন্টারনেট ব্যাংকিং বা প্রাইম ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে পরিষেবাটি পেতে পারবেন। যে কোনো বিকাশ অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে গ্রাহকদের প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করতে হবে এবং ট্রান্সফার মেনুতে বিকাশ ট্রান্সফার সিলেক্ট করতে হবে। দিনে ৬০ হাজার টাকা পর্যন্ত স্থানান্তর করা যাবে। লেনদেনের সীমা এবং অন্যান্য শর্তাদি ও বিশদ বিবরণ প্রাইম ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি