মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা খুলনার ৬৮টি ইউনিয়নের ১৭ হাজার দরিদ্র ও দুস্থ পরিবারকে পৌঁছে দিল বিকাশ। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিকাশের সহযোগিতায় আজ ভার্চুয়াল এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আরও সংযুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
