ব্যস্ততার কারণে প্রিয়জনকে নিয়মিত টাকা পাঠানো, মোবাইল ও ইন্টারনেট সংযোগ সচল রাখা, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিংবা বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধের মতো জরুরি কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্য সহজ সমাধান হতে পারে বিকাশ ‘অটো পে’। অটো পে চালু করলে গ্রাহকদের আর বারবার একই লেনদেনের কথা মনে রাখতে হবে না। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স রাখলে, নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হয়ে যাবে। বিকাশের অটো পে সেবার কারণে এখন ইনস্যুরেন্স প্রিমিয়াম জমা দেয়া কখনও মিস হবে না। নির্দিষ্ট তারিখের আগে প্রিমিয়াম প্রদানের তারিখ ও টাকার পরিমাণ সেট করে দিলেই কোনো চার্জ ছাড়াই জমা হয়ে যাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। বিজ্ঞপ্তি

Print Date & Time : 5 September 2025 Friday 10:26 pm
বিকাশ অটো পে-তে দেয়া যাবে ইউটিলিটি বিল ও ইন্স্যুরেন্স প্রিমিয়াম
করপোরেট কর্নার ♦ প্রকাশ: