Print Date & Time : 6 September 2025 Saturday 3:44 pm

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে গুলশানের বাসায় আনা হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের পরামর্শে গত শনিবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পরে বোর্ডের পরামর্শেই সেখানে ভর্তি করা তাঁকে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলে। এরই মধ্যে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গত শনিবার বলেছিলেন, হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।