শেয়ার বিজ ডেস্ক : জাপানের ইলেকট্রিক, কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা করপোরেশনের ফ্ল্যাশ মেমোরি চিপের ব্যবসা বিক্রি হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি) এ ব্যবসা কেনার আগ্রহ প্রকাশ করেছে। খবর রয়টার্স।
প্রতিবেদন মতে, তোশিবার এ ব্যবসা কেনার জন্য ডব্লিউডিকে প্রায় ২৭০ কোটি মার্কিন ডলার গুনতে হবে। জাপানের পুঁজিবাজারে তোশিবার মূলধন বাড়ানোর অংশ হিসেবে এ অংশটি বিক্রি করতে যাচ্ছে।
প্রযুক্তির উৎকর্ষতায় ডেটা সংরক্ষণে প্রচলিত বিশ্বব্যাপী হার্ডডিস্কের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার পাশাপাশি সে স্থানটি দখল করছে সলিড স্টেট ড্রাইভ। সেমিকন্ডাকটর ভিত্তিক এই মেমোরি চিপ নির্মাণ প্রযুক্তি অপেক্ষাকৃত ছোট ও অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন হওয়ায় গ্রহীতাদের কাছে হার্ডডিস্কের বদলে ন্যান্ড প্রযুক্তি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
কম্পিউটার যন্ত্রাংশের বাজারে নিজ অবস্থান আরও দৃঢ় করতে ২০১৫ সালের অক্টোবরে ডব্লিউডি আরেক মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ককে কিনে নিয়েছিল।