Print Date & Time : 4 July 2025 Friday 9:53 pm

বিখ্যাত মার্কিন গায়ক ববি শারম্যান মারা গেছেন

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান মারা গেছেন। ২৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হইয়েছিল ৮১ বছর।

সত্তর দশকের জনপ্রিয় এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেন শারম্যান এর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান। ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্রিজিট।

ব্রিজিট লেখেন, ‘আমার স্বামী ববি শারম্যান আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’

মাস কয়েক আগে জানা যায়, মারণঘাতি ক্যানসারে আক্রান্ত ছিলেন শারম্যান; ছিলেন স্টেজ ৪ এ। সে সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও ববির জীবনের আরেকটি অনন্য অধ্যায় হলো তার মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার ভুবন ছেড়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবা খাতে।