Print Date & Time : 20 August 2025 Wednesday 7:15 pm

বিচারককে কবর দেয়া মানে দেশকে কবর দেয়া: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বিচারককে কবর দেয়া মানে দেশকে কবর দেয়া বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানের বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় শুনানিতে এমন মন্তব্য করেছেন আদালত।

আদালত বলেছেন, আপনারা রাজনীতিবিদ, আপনাদের কাছ থেকে সোসাইটি শিখবে। কিন্তু আপনারা যদি আদালত নিয়ে মন্তব্য করেন, তাহলে জনগণের কাছে ভুল মেসেজ যাবে।

গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

বিএনপি নেতা হাবিবকে উদ্দেশ করে আদালত বলেন, আপনারা রাজনীতি করেন সংবিধানকে সমুন্নত রাখবেন। সংবিধানের মানোন্নয়ন করার জন্য আদালত নিয়ে মন্তব্য করার সময় সতর্ক থাকবেন। আপনার আবেগ আছে, আবেগে এসব বলেছেন। কিন্তু বিচার বিভাগের একটি ডেকোরাম আছে। আপনি বিচারপতি মারা যাওয়ার পর তাকে কবর থেকে তুলে আনবেন বলেছেন। বিচারককে কবর দেয়া মানে দেশকে কবর দেয়া।