Print Date & Time : 5 July 2025 Saturday 12:22 pm

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

শিক্ষাবিদ, আইনজ্ঞ ও বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার দয়ারামপুর গ্রামে ১৯২৮ সালে তার জন্ম। পিতা মৌলভী জহিরউদ্দিন বিশ্বাস ছিলেন আইনজীবী এবং তার মাতা গুল হাবিবা। হাবিবুর রহমান জঙ্গীপুর হাইস্কুল থেকে ১৯৪৫ সালে প্রবেশিকা এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৪৭ সালে আইএ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে ইতিহাসে বিএ (অনার্স) এবং ১৯৫১ সালে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উরস্টার কলেজ থেকে ১৯৫৮ সালে আধুনিক ইতিহাসে বিএ (অনার্স) এবং ১৯৬২ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৯ সালে লিঙ্কনস ইন থেকে বার-এট-ল সম্পন্ন করেন।

হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের লেকচারার হিসেবে ১৯৫২ সালে কর্মজীবন শুরু করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে আইন অনুষদের ডিন এবং পরে ইতিহাসের রিডার পদে কর্মরত ছিলেন। ১৯৬৪ সালে তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হন। আইন পেশায় তিনি সহকারী অ্যাডভোকেট জেনারেল, হাইকোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।

হাবিবুর রহমান ১৯৭৬ সালে হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ লাভ করেন এবং ১৯৫৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। তিনি ১৯৯০-৯১ সালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন এবং ১৯৯৫ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে অভিষিক্ত হন। অ্যাডমিরাল্টি জুরিস্ডিকশন, সংবিধানের সংশোধনী, নাগরিকত্ব, হেবিয়াস কর্পাস, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও কোর্টের এখতিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বহু রায়ে তার প্রদত্ত অভিমত ও ব্যাখ্যা-বিশ্লেষণ বিচারপতি হিসেবে তার দক্ষতার পরিচায়ক।
হাবিবুর রহমান আইনজীবী ও বিচারকদের বহু আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। হাবিবুর রহমান ১৯৯৫ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে চাকরি থেকে অবসর নেন। ১৯৯৬ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ধারা মোতাবেক শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেন।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে Law of Requisition, যথাশব্দ, কোরানসূত্র, বচন ও প্রবচন, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশ সংবিধানের শব্দ ও খণ্ডবাক্য, বাংলাদেশের তারিখ প্রথম ও দ্বিতীয় খণ্ড, কোরআন শরিফের সরল বঙ্গানুবাদ, প্রথমে মাতৃভাষা পরভাষা পরে, রবীন্দ্রনাথ ও সভ্যতার সংকট, যার যা ধর্ম, প্রভৃতি। তিনি ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে একুশে পদক এবং আরও বহু সংস্থার পুরস্কার ও সম্মাননা লাভ করেন। বিচারপতি হাবিবুর রহমান ২০১৪ সালের ১১ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। [সংগৃহীত]