বিজনেস ফাইন্যান্স, ফিনটেক এবং সিএফও কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট দিল বিজ সল্যুশনস

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. হাবিববুল্লাহ কনফারেন্স হলে একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিজ সল্যুশনস পিএলসি। অ্যাকাউন্টস, বিজনেস ফাইন্যান্স, ফিনটেক এবং অন্যান্য কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একইসঙ্গে ১ বছর মেয়াদী সিএফও (চার্টার্ড ফ্যাইন্যান্সিয়াল অফিসার) কোর্স কোয়ালিফাইডদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া গৗরবময় এই অনুষ্ঠানটিতে সিএফও কোর্সের নতুন ১৮ তম ব্যাচে অংশগ্রহণকারীদের পাশাপাশি ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ফিনটেক, ডিপ্লোমা ইন কাস্টমস, ভ্যাট, ট্যাক্স অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন এনালিটিক্স ফর বিজনেস গ্রোথ কোর্সের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় চার্টার্ড অফিসার্স লিমিটেড (সিওএল)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজ সল্যুশনস পিএলসি এর সম্মানিত চেয়ারম্যান মো. শফিকুল আলম এল.এল বি, এফসিএস, এফসিএমএ, এফসিএ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ মজুমদার এফসিএ, মোঃ রেফাউল করিম চৌধুরী এফসিএ, মোঃ কামরুজ্জামান এফসিএ, মোঃ তারেক কামাল এফসিএ, মোঃ কামাল উদ্দিন এসিএস, শুভ মোহাম্মদ আল-আমিন এফসিএমএ।

অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দ ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন কোর্সের সফলতায় শিক্ষার্থীদেরকে এবং বিজ সল্যুশনস পিএলসি পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। কোর্সের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। বিজ সল্যুশনস পিএলসি পরিবারের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি