Print Date & Time : 7 July 2025 Monday 8:51 pm

বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের গণ-অবস্থান

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির পেছনে গণঅবস্থান করছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে এই গণঅবস্থান শুরু হয়।

জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনডিপির ক্বারী আবু তাহের, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহিউদ্দীন ইকরাম প্রমুখ।