Print Date & Time : 2 August 2025 Saturday 8:41 pm

বিজয়ী হতে যাচ্ছে সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেল

শেয়ার বিজ ডেস্ক: বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০২১-২৩) সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছে। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত দিনে একেএম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা বিকেএমইএর প্রধান কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিকেএমইএ পরিচালনা পর্ষদে নতুনভাবে সংশোধিত সংঘবিধি অনুসারে ওই ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে শুধু ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ায় বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩ ও ৪ অক্টোবর ছিল নির্বাচনে মনোনয়ন সংগ্রহের নির্ধারিত সময়। ৩ অক্টোবর কোনো প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ৪ অক্টোবর সেলিম ওসমানের নেতৃত্বে সম্মিলিত নিট ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ফোরামের ৩৫ নেতাদের মধ্যে রয়েছেন একেএম সেলিম ওসমান, মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, অমল পোদ্দার, মোস্তফা জামাল পাশা, গাওহার সিরাজ জামিল, ফজলে শামীম এহসান, মোরশেদ সারোয়ার সোহেল, মো. শামসুজ্জামান, আক্কাসউদ্দিন মোল্লা, আশিকুর রহমান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এমআই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবীর হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আক্তার হোসেন অপূর্ব, আব্দুল হান্নান, শ্যামল কুমার সাহা, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান ও হারুন অর রশিদ।