মহান বিজয় দিবস উদ্যাপন ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি উদ্যাপনে এবারও এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দাতব্য প্রতিষ্ঠান শাহাবুদ্দিন আলম ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রামের ডেপুটি কালেক্টর (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের কাছে গতকাল ১৫ হাজার বোতল মুসকান বিশুদ্ধ পানি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিসি মোহাম্মদ নাজমুল আহসান, এডিসি (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম ও জেলা নাজির জামাল উদ্দিন। এসএ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এইচআর অ্যান্ড অ্যাডমিন মহাব্যবস্থাপক সৈয়দ রাফিদুল আলম ও সহকারী ম্যানেজার মইন উদ্দিন। বিজ্ঞপ্তি
