Print Date & Time : 4 August 2025 Monday 8:07 pm

বিজয় দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজয় দিবস উপলক্ষে গত শুক্রবার হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগতদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। রাজধানীর বাংলামটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দের মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল মোমেনীন মানিক ও উপ-পরিচালক ডা. আবুল তৈমুর চৌধুরী। বিজ্ঞপ্তি