Print Date & Time : 29 August 2025 Friday 4:20 am

বিজয় ৭১ ফিক্সড ডিপোজিট উদ্বোধন করল পদ্মা ব্যাংক

 

৫৩তম বিজয় দিবস উপলক্ষে বিজয়-৭১ নামে আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট স্কিম উদ্বোধন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। গত বুধবার রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে স্কিমটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। মাত্র ৭১ দিনে ৯ শতাংশ হারে ফিক্সড ডিপোজিটের সুবিধা উপভোগ করবেন গ্রাহকরা। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, রিটেইল হেড মীর শফিকুল ইসলাম, চিফ কমিউনিকেশন অফিসার শরিফ মইনুল হোসেন ও কোম্পানি সচিব মঞ্জুরুল আহসানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি