নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে আগামী ৬ এপ্রিল। সোমবার রাতে বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ। সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ রাখা হয়েছে ৫ ফেব্রুয়ারি।
এর আগে গত ৫ জানুয়ারি নির্বাচন পরিচালনায় বোর্ড গঠন করা হয়। গত নির্বাচনের মতো এবারও বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অপর দুই সদস্য হচ্ছেন এমসিসিআইর সভাপতি নিহাদ কবির ও চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এএসএম নাইম। আর আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছেÑবাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খানকে।
২০১৫ সালে বিজিএমইএ’র নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকে সভাপতি করে একটি পরিচালনা পর্ষদ ঠিক করে। এরপর থেকে তিন ধাপে এ পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়ানো হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নিহাদ কবির বলেন, নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা নির্বাচনী আইন অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করব।
প্রসঙ্গত, বর্তমান সভাপতি সিদ্দিকুর নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ২১ সেপ্টেম্বর। তখন নির্বাচন না হওয়ায় মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল। চলতি বছরের শুরুতে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর আগে বিজিএমইএ’র নির্বাচনের জন্য তফসিলও ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্বাচন আর হয়নি, মেয়াদ বাড়ানো হয় আরও একবার।
দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইতে বরাবরই সম্মিলিত পরিষদ ও ফোরাম প্ল্যাটফর্ম থেকে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।
বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান সম্মিলিত পরিষদের প্রতিনিধি। এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আতিকুল ইসলাম, মোস্তফা গোলাম কুদ্দুস, টিপু মুনশি ও সালাম মুর্শেদী এ পক্ষ থেকে বিজিএমইএর সভাপতি হয়েছিলেন। আর ফোরাম থেকে আনিসুর রহমান সিনহা, প্রয়াত আনিসুল হক, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বিজিএমইএ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।