Print Date & Time : 11 September 2025 Thursday 4:15 am

বিজিবির অভিযানে দর্শনায় স্বর্ণের বারসহ একজন আটক

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে প্রায় ৯৮০ গ্রাম ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এএফডব্লিউসি, পিএসসি বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তিনি গোয়েন্দা তথ্যে জানতে পারেন একজন ব্যক্তি দর্শনা রেলস্টেশন এলাকা থেকে রিকশাভ্যানযোগে স্বর্ণ পাচারের উদ্দেশে দর্শনার ভারত সীমান্তের দিকে যাচ্ছে। পরে বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় অবস্থান নেয়। সে সময় ওই ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকলে তার পিছু নেয়া হয়। তারপর এদিন সকাল আনুমানিক ৭টার দিকে তাকে আটক করে তল্লাশির পর তার পায়ে টেপ দিয়ে আটকিয়ে রাখা ৮টি অবৈধ স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো জব্দ করা হয়। এ সময় অবৈধ স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করার অপরাধে দর্শনা পৌর এলাকার চাঁদপুর গুনরাজধী এলাকার আমির হোসেনের ছেলে সুলতান আহমেদকে (৪৪) আটক করে বিজিবি। উদ্ধার করা অবৈধ স্বর্ণের মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। অবৈধ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।