Print Date & Time : 29 August 2025 Friday 2:03 pm

বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে বৈঠক

প্রতিনিধি, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মাঝে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিএসএফের প্রতিনিধিদলটি সেখানে আসলে বিজিবি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশ অংশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে এক বৈঠকে বসেন।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পতিরাম-১৫১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত। বৈঠকে দুই বাহিনীর অধিনায়ক একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন। এর পাশাপাশি সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকটি দুপুর ১টা পর্যন্ত চলে পরে একই পথ দিয়ে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় ভারতে ফিরে যান।