প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ভারত ও বাংলাদেশ সীমান্তে হত্যা শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী। গতকাল দুপুরে সীমান্ত বৈঠক শেষে আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ফ্রন্টিয়ার পর্যায়ের বৈঠকে সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে হত্যা শূন্যের পর্যায়ে আনা, অবৈধভাবে মাদক পাচার ও পরিবেশ দূষণ বন্ধসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিজিবি-বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করতে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের আগরতলায় যায়। বিজিবির দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী ১৩ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন।