‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ফেলোশিপ পেলেন ইবির ১২ শিক্ষক

ইবি প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাতে গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ জন শিক্ষক। সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য

জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এ ছয় ক্যাটেগরিতে গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন দেশের মোট এক হাজার ২৭৬ জন গবেষক। এর মধ্যে পাঁচ ক্যাটেগরিতে মনোনীত হয়েছেন ইবির তিন বিভাগের ১২ জন শিক্ষক।

জীববিজ্ঞান ক্যাটেগরিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. খসরুল আলম, সহযোগী অধ্যাপক ড. মফিজুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম।

ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটেগরিতে একই বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক, সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলাম। চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরিতে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং পরিবেশ বিজ্ঞান ও ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির মনোনীত হয়েছেন।

এছাড়া প্রকৌশল ও ফলিত বিজ্ঞান ক্যাটেগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকটট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল আলম ও অধ্যাপক ড. মমতাজুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান ক্যাটেগরিতে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দীন ও সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে প্রতি বছর সরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ অনুদান দিয়ে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।