Print Date & Time : 29 August 2025 Friday 12:11 am

বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাবে শিক্ষার্থীরা : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হয়ে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে। রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. জোবাইদা রহমান বলেন, ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ্ এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে।

একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি আরও বলেন, বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। বিজ্ঞানচর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে। অনুষ্ঠানে শিশু-কিশোর তথা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন।

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দেশে ফিরে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি। এর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭ বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডা. জুবাইদা রহমান। স্বামী ও সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি।