শেয়ার বিজ ডেস্ক : বিটকয়েন বিনিময় নিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ব্যাংকটির বেইজিং প্রধান কার্যালয় থেকে এ খবর জানানো হয়। খবর রয়টার্স।
বিটকয়েন বিনিময়ে সম্ভাব্য কোনো আইন লঙ্ঘন শনাক্ত করতে চলতি মাসেই দেশটির বিটকয়েন বিনিময় কেন্দ্র বিটিসিসি, হুওবি আর ওকেকয়েনে তাৎক্ষণিক যাচাই ব্যবস্থা চালু করেছে পিপলস ব্যাংক অব চায়না। চীনা মুদ্রা ইউয়ানের ওপর থেকে চাপ কমাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো হাজার ডলার ছাড়ায় এক বিটকয়েনের মূল্য। সে সময় ইউরোপভিত্তিক বিটকয়েন লেনদেন প্রতিষ্ঠান বিটস্ট্যাম্পের লেনদেন হিসাব অনুযায়ী প্রতি বিটকয়েনের মূল্য আড়াই শতাংশ বেড়ে এক হাজার ২২ ডলার হয়। ২০১৩ সালের ডিসেম্বরের পর থেকে অংকটি সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর বাজারে চলা বিটকয়েনের মোট মূল্য এক হাজার চারশ’ কোটি ডলার ছাড়ায়, সে সময় এটিও ছিল রেকর্ড। এ দিন ওয়েবভিত্তিক ডিজিটাল মুদ্রার মূল্য পাঁচ শতাংশ বেড়ে শেষ তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আসে।