Print Date & Time : 8 September 2025 Monday 5:02 pm

বিডিআর হত্যাকাণ্ডে ১৫ ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার আহ্বান তদন্ত কমিশনের

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমানে বিজিবি) ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ড-বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ঘটনার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ১৫ ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন উপরোক্ত ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম এই বছরের ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে চায় বলে সাক্ষীদের তাদের সুবিধা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে প্রস্তাবিত সময়সূচি ফোন অথবা ই-মেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যাদের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হিসেবে উল্লেখ করা হয়েছে তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ শামসুল আলম, সাবেক ডিজি ডিজিএফআই লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন ইউ আহমেদ, সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক ডিজি র‌্যাব ড. হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহ্হার আকন্দ, সাবেক পুলিশ মহা-পরিদর্শক নুর মোহাম্মদ ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য দিতে পারবেন। সাক্ষ্য দিতে আগ্রহী ব্যক্তিগণ +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য দিতে পারবেন। এছাড়া, আগ্রহী ব্যক্তিগণ অনলাইনেও সাক্ষ্য দিতে পারবেন। সেক্ষেত্রে, +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা পড়সসরংংরড়হÑনফৎ-পড়সসরংংরড়হ.ড়ৎম ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন। কমিশনের সরাসরি যোগাযোগের ঠিকানাÑবিআরআইসিএম, ভবন ৭ম তলা, (সায়েন্স ল্যাবরেটরি) ড. কুদরাত-এ-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সাক্ষীদের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।