বিডিবিএলে চালু হচ্ছে এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) সব শাখায় এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা চালু হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বিডিবিএল এ সেবা চালু করতে যাচ্ছে।

এ লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. খালিদ হোসেন এবং এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেডের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকারিয়া মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন।

প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ ও স্বল্পতম সময়ে দেশের আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর লক্ষ্যেই এ অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের সব শাখায় এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা চালুর সিদ্ধান্ত গ্রহণ এবং এ সংক্রান্ত চুক্তি করা হয়।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এ সময় উপস্থিত ছিলেন।