আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ফান্ডের ২০২২-২৩ অর্থবছরের প্রাপ্ত লভ্যাংশ বাবদ দুই কোটি ৬৫ লাখ টাকার একটি লভ্যাংশপত্র কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিবুর রহমান গাজীর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিবিএল ও আইএএমসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত ১২টি মিউচুয়াল ফান্ডের ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের জন্য ৩৫ কোটি ৫৭ লাখ এবং ১৩টি ফান্ডের ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত সময়ের জন্য ১১২ কোটি ৪৮ লাখ টাকাসহ মোট ১৪৮ কোটি ৫ লাখ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 September 2025 Saturday 2:07 am
বিডিবিএল এমডির কাছে বাংলাদেশ ফান্ডের লভ্যাংশ হস্তান্তর
করপোরেট কর্নার ♦ প্রকাশ: