বিডিবিএল সিকিউরিটিজের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সম্প্রতি বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের (বিএসএল) ৯ম বার্ষিক সাধারণ সভা রাজধানীর কারওয়ান বাজারে প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএসএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কাজী আলমগীর, পরিচালনা পর্ষদের পরিচালক মো. খোরশেদ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইফতেখার হোসেন, অপর শেয়ারহোল্ডার মো. জহুরুল ইসলাম এবং বিএসএলের সিইও মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি