বিডি ফাইন্যান্সের ঋণমান ‘এ’

 

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) আর্থিক খাতের বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রেটিং অনুযায়ী কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-৩’। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ রেটিং সম্পন্ন হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় ইপিএস হয়েছে এক টাকা ৩২ পয়সা এবং এনএভি ১৫ টাকা ৯৪ পয়সা। কোম্পানিটি ২০০৭ সালে তালিকাভুক্ত হয়। ২০১৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় কোম্পানির ইপিএস হয়েছে এক টাকা ৭০ পয়সা এবং এনএভি ছিল ১৫ টাকা ৬০ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল ৯৪ পয়সা ও ১৪ টাকা ৪৯ পয়সা। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২৫ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৫২ কোটি ৬৮ লাখ টাকা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৬৯ পয়সা।

এটি আগের বছর একই সময়ে ছিল ২১ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৪৮ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৯৩ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছে আট কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা।