নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের রেকর্ড ডেট আজ। এ জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রেকর্ড ডেটের পরের দিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে সাত টাকা সাত পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৯৩ টাকা ৭১ পয়সায়। ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত ১২ মাসে ইপিএস হয়েছে চার টাকা ২০ পয়সা এবং এনএভি ৯৩ টাকা ৭১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) এমানুয়েলস ব্যাংকুয়েট হল, বাড়ি-৪, সড়ক-১৩৪-১৩৫, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে।
গতকাল শেয়ারটির দর দশমিক ১১ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৮৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৮৩ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে ৪৬ হাজার ৪৭৩টি শেয়ার মোট ৩০৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৫ লাখ ৩২ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ১৮৩ টাকা থেকে সর্বোচ্চ ১৮৬ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৬৫ টাকা ৫০ পয়সা থেকে ২২০ টাকায় ওঠানামা করে। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫৩ কোটি ৫২ লাখ টাকা।
কোম্পানিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৫ সমাপ্ত হিসাববছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের সমান। এ সময় ইপিএস হয়েছে তিন টাকা ২৯ পয়সা এবং এনএভি ৭০ টাকা ৭৫ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ১২ পয়সা ও ৬৫ টাকা ৮২ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে তিন কোটি আট লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর ছিল এক কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির ৯৩ লাখ ৭০ হাজার ৬০৮টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬২ দশমিক ১৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি দশমিক শূন্য তিন শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ শেয়ার।