নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: প্রবাসীদের আয়ে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি। নানা কারণে অনেক প্রবাসীকে দেশে ফিরে আসতে হয়। দেশে তারা কর্মহীন হয়ে পড়ে। এসব বেকার প্রবাসী কর্মজীবীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে দেশের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল রোববার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সহযোগিতায় এবং আইএলও’র উদ্যোগে ‘বিদেশফেরত কর্মীদের জন্য কর্মসংস্থান, ব্যবসা স্থাপন ও ব্যবস্থাপনা সহায়িকা পুস্তিকা উন্নয়ন’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
চিটাগাং চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদের সভাপতিত্বে এ সময় চিটাগাং চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের সেক্রেটারি সাকিব কোরেশী, আইএলও’র প্রতিনিধি রেহনুমা সালাম খান বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যে মধ্যে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও বিদেশফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন। বিদেশফেরত কর্মীদের বিভিন্ন কার্যক্রমের ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের প্রতিনিধি সাইয়েদ লতিফ হোসেন।
কর্মশালায় চিটাগাং চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, প্রবাসীদের কষ্টার্জিত আয়ে দেশের বৈদেশিক রিজার্ভ সমৃদ্ধ হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে রেমিট্যান্স আয় করতে পারি। তিনি দেশে কর্মসংস্থান ও কারিগরি শিক্ষা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সরকার অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন।
তিনি দেশের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এ ধরনের প্রবাসীদের নিয়োগ প্রদানের আহ্বান জানান। তিনি চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বিদেশফেরত কর্মীদের জন্য কর্মসংস্থান, ব্যবসায় স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে একটি সেল গঠনের আশ্বাস প্রদান করেন এবং জেলাভিত্তিক সংগঠন তৈরি করে ফান্ড গঠন করার আহ্বান জানান।
আইএলওর প্রতিনিধি রেহনুমা সালাম খান বিদেশফেরত প্রবাসীদের কল্যাণার্থে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইএলও এবং অন্যান্য দাতাগোষ্ঠী একই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন।
চিটাগাং চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি সুনাম বয়ে আনছে। তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সঠিক জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন ছাড়া বিদেশে টিকে থাকা অসম্ভব বলে মন্তব্য করে দেশে দক্ষ জনবল গড়ে তোলার ব্যাপারে গুরত্বারোপ করেন।