Print Date & Time : 6 August 2025 Wednesday 5:13 pm

বিদেশিদের সব পরামর্শ আমরা নিই না: ইসি আলমগীর

 

শেয়ার বিজ ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, বিদেশিরা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের নানারকম অর্থনৈতিক এবং আঞ্চলিক সম্পর্ক রয়েছে। তবে বিদেশিদের সব পরামর্শ আমরা নেই না। যে পরামর্শ আমাদের জন্য ভালো হয়; তা আমরা বিবেচনা করতে পারি।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের দাবি অনুযায়ী আমরা সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। এটাই তাদের দাবি। আমরা সবার কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই। নির্বাচন আর পেছানোর সুযোগ নাই। আগে সুযোগ ছিল এখন আর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।