Print Date & Time : 28 August 2025 Thursday 8:33 pm

বিদেশিরা জানতে চায় ‌‘তোমরা কীভাবে এত উন্নত করলে’: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশিরা আমাদের জিজ্ঞেস করে ‘তোমরা কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছ? তোমরা তো ভিক্ষুকের জাতি ছিলে। কীভাবে বাংলাদেশকে এত উন্নত করলে!

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী পিএনপি শহীদ ফারুক মো. ইকবাল উচ্চবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছে। দেশে বর্তমানে প্রায় ৪ কোটি টন খাদ্য উৎপাদন হয়। কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না।

তিনি বলেন, দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে। শেখ হাসিনার জন্যই এসব সম্ভব হয়েছে। অথচ তারেক জিয়া বিদ্যুতের টাকা নিয়ে খাম্বা বানায়।

এ সময় তারেক রহমানের সমালোচনা করে আব্দুর রাজ্জাক বলেন, তিনি রাজনীতি করবে না মর্মে মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন। তারেক জিয়া কাপুরুষ। তার দেশে আসার সাহস নেই।

তিনি বলেন, যারা দেশকে গড়বে, উপভোগ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের জন্য শিক্ষার সুব্যবস্থা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একটি স্কুলে যেন ভালো শিক্ষক, ক্লাসরুম, পরিবেশ থাকে সেটি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিন হরতাল ও গাড়িতে আগুন লাগাতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এখন সুসংগঠিত দল। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক সুশৃঙ্খল।