Print Date & Time : 11 October 2025 Saturday 1:36 pm

বিদেশি ঋণ নেওয়ার সময় বাড়াতে তিন মাস আগে আবেদন করতে হবে

নিজস্ব প্রতিবেদক: সময়মতো বিদেশি ঋণ আনতে না পারলে সময় বৃদ্ধির জন্য তিন মাস আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে আবেদন করতে হবে। বিদেশি ঋণ অনুমোদনের জন্য যাচাই-বাছাই কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিদেশি ঋণ অনুমোদন-সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির ১১৬তম সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ঋণ পাওয়ার ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির জন্য তিন মাস আগে আবেদন করতে হবে। গ্রাহকের কাছ থেকে আবেদন নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে এ নির্দেশনা মেনে চলতে হবে।

সংশ্লিষ্টরা জানান, সুদহার অনেক কম হওয়ায় বাংলাদেশের উদ্যোক্তারা বিদেশি ঋণের দিকে ঝুঁকছেন।

ঋণ নেওয়ার আগে বিডার কাছে আবেদন করতে হয়। ওই আবেদনে ঋণের অর্থ দেশে আনার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক। তারিখ উল্লেখ করলেও কিছু কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের অর্থ আনতে পারছে না। এতে শেষ সময় এসে সময় বৃদ্ধির জন্য বিডার কাছে আবেদন করা হয়।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিদেশি ঋণ দেশের জন্য বোঝা। যতই সস্তা সুদ হোক, এর বিপরীতে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এ ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অনুমোদন থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত কঠোর তদারকি করা হয়। তদারকির অংশ হিসেবে কেন সময় বাড়ানো প্রয়োজন, তাও খতিয়ে দেখবে যাচাই-বাছাই কমিটি। এজন্য অন্তত তিন মাস আগে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।