প্রতিনিধি, রাজশাহী :জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। গতকাল বুধবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, বিদেশিদের তৎপরতায় কোনো চাপ অনুভব করছে না নির্বাচন কমিশন। বিদেশিদের বিষয় আমরা গায়েও মাখছি না। আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন এগিয়ে নেয়া কমিশনের দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, সেই কাজ করছে নির্বাচন কমিশন। তবে সরকারের ওপর চাপ থাকলেও থাকতে পারে। সেটি আমাদের বিষয় নয়।
মতবিনিময়ের সময় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সিইসি তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ইভিএমে হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। কারও কিছু বলার থাকলে আদালতে গিয়ে বলবেন।
নির্বাচনে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ আচরণ করবেন বলে জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হব।’
নির্বাচনী সংস্কৃতিতে আচরণের পরিবর্তন আনার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ‘শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আচরণবিধি প্রার্থীদের পালন করতে হবে। তবে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।’
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।