Print Date & Time : 7 July 2025 Monday 6:43 pm

বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এ স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন থেকে এএফপি সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘সম্ভাব্য শিক্ষার্থীদের আমি ভিসা সাক্ষাৎকারের জন্য আবেদন করতে উৎসাহিত করছি। যদি এ স্থগিতাদেশ দীর্ঘ সময়ের জন্য হতো, আমি তা বলতাম না। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, এটি খুব শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।’

এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি নির্দেশনার মাধ্যমে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে ছাত্র ভিসার সাক্ষাৎকার গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখতে বলেন। জানা গেছে, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা প্রস্তুত করছে দেশটি।

ট্রাম্প প্রশাসনের অধীনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় শিক্ষা খাতে নানা বিধিনিষেধ আরোপ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের চেষ্টা এবং চীনা শিক্ষার্থীদের ভিসা আরও কঠোরভাবে যাচাইয়ের প্রতিশ্রুতি।

জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মূলত তাদের ভিসা বাতিল করেছেন, যারা গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের একটি পুরোনো আইন ব্যবহার করে ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির পরিপন্থি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছেন।

দূতাবাসগুলোয় পাঠানো বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-সংক্রান্ত নতুন নির্দেশিকা আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

মুখপাত্র ট্যামি ব্রুস পরামর্শ দিয়েছেন, সম্ভাব্য শিক্ষার্থীদের নিয়মিত অনলাইনে ভিসা সাক্ষাৎকারের সময়সূচি পর্যবেক্ষণ করতে। তিনি বলেন, ‘এই মুহূর্তে কিছুটা বিলম্ব হতে পারে, তবে মানুষকে নিয়মিত খোঁজ রাখতে বলা হয়েছেÑকখন সাক্ষাৎকারের সময় আবার পাওয়া যাচ্ছে।’