Print Date & Time : 29 August 2025 Friday 1:47 pm

বিদেশে প্রশিক্ষণে বৈদেশিক মুদ্রা ছাড়ে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন বা অংশগ্রহণ ফিসহ অন্যান্য খরচ বাবদ কোনো ধরনের বৈদেশিক মুদ্রা ছাড় করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিবন্ধিত কোম্পানি, ফার্ম, প্রশিক্ষণ ইনস্টিটিউটের ও এনজিও প্রভৃতি এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে।

সম্প্রতি সরকারের একটি পরিপত্রের আলোকে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বৈদেশিক মুদ্রার লেনদেনের সঙ্গে জড়িত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অর্থ ছাড় না করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ নিয়ে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ নিধেষাজ্ঞা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে।

উল্লেখ্য, বর্তমান প্রচলিত বিধি অনুযায়ী উল্লেখিত প্রতিষ্ঠান ও এনজিওর কর্মকর্তারা বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ও অংশগ্রহণ ফি বাবদ বৈদেশিক মুদ্রা ব্যাংক থেকে নিতে পারে।